‘হ্যাঁ’ ভোট মানে আজাদি আর ‘না’ ভোট মানে গোলামি—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট, আর সবাই যদি এই ভোট নিশ্চিত করে, তবে দেশ বিজয়ের পথে এগিয়ে যাবে।
এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জামায়াতের আমির বলেন, গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। দেশে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। এর ফলে সমাজে নানা সমস্যা তৈরি হয়েছে এবং তরুণ সমাজ মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, এসব তরুণদের জন্য আমাদের মায়া হয় এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনা জরুরি।
বেকার ভাতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী বেকার ভাতা দেওয়ার পক্ষে নয়। রাষ্ট্রের হাতে অর্থ থাকলেও বেকার ভাতা দেওয়া হবে না। কারণ, ভাতা দিলে বেকারত্ব কমবে না, বরং আরও বাড়বে। তিনি বলেন, আমরা ভাতা নয়, কাজ দিতে চাই। কর্মসংস্থানের মাধ্যমেই বেকার সমস্যা সমাধান সম্ভব।
জামায়াত আমির আরও বলেন, তরুণদের শক্তির ওপর ভর করেই দেশ এগিয়ে যাবে। সেই লক্ষ্য সামনে রেখেই যুব সমাজকে সংগঠিত ও দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। তরুণরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের মূল চালিকাশক্তি।
রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সারা দেশকে ফুলের মতো সাজানো হবে—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এমন একটি দেশ গড়ে তোলা হবে, যা নিয়ে মানুষ গর্ব করবে। জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না এবং এসবের কোনো প্রশ্রয়ও দেবে না। তিনি বলেন, মানুষ ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে ভোট দেবে।
বক্তব্য শেষে জামায়াতে ইসলামীর আমির দলীয় প্রতীক শাপলা কলি তুলে দেন দলের প্রার্থী ডা. আব্দুল মান্নানের হাতে। একই সঙ্গে ঢাকা-৮ আসনের জোট প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর হাতেও প্রতীক তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন