মাশুক এলাহী ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২৫ জানুয়ারি ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপিপন্থি সভাপতির ম্যাকানিজমে ইবতে নিয়োগ বোর্ড স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নিয়োগ বোর্ড অধ্যাপক ড. রশিদুজ্জামানের অনুপস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। তিনি বিভাগের সভাপতি এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্তে তিনি উপস্থিত না হওয়ায় রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় নির্ধারিত নিয়োগ বোর্ড স্থগিত করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অসন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা।

জানা যায়, রবিবার সকাল ১০টা থেকে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইউট্যাবের সিদ্ধান্তের কারণে ড. রশিদুজ্জামান বোর্ডে উপস্থিত হননি। ফলে বোর্ডের কার্যক্রম আর এগোয়নি এবং তা স্থগিত করা হয়। নিয়োগ পরীক্ষা দিতে আসা প্রার্থীরা হলে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেন। পরে স্থগিতের সিদ্ধান্ত জানানো হলে দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

প্রার্থীদের কয়েকজন জানান, নিয়োগ পরীক্ষা দিতে এসে তারা ভোগান্তিতে পড়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে আগেই বিষয়টি জানাতে পারত বলে তারা মনে করেন। একই সঙ্গে, যে শিক্ষকের অনুপস্থিতির কারণে পরীক্ষা স্থগিত হয়েছে, তারও তাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেন তারা।

এ বিষয়ে ড. রশিদুজ্জামানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, নিয়োগ প্রক্রিয়ার অধিকতর স্বচ্ছতার স্বার্থে জাতীয় নির্বাচনের আগে সব ধরনের নিয়োগ বন্ধ রাখার পক্ষে তারা মত দিয়েছেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ীই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজকের বোর্ডে উপস্থিত হননি। নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। তার মতে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হলেও ইবির প্রেক্ষাপটে নির্বাচনের আগে কোনো নিয়োগ না হওয়াই তাদের প্রত্যাশা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বোর্ডের বাকি তিন সদস্য উপস্থিত ছিলেন এবং প্রার্থীরাও নির্ধারিত সময়ে এসেছিলেন। বিভাগের সভাপতি আগের দিন পর্যন্ত উপস্থিত থাকার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। দলগত সিদ্ধান্তের কারণেই তিনি বোর্ডে যোগ দেননি বলে জানা গেছে। তার অনুপস্থিতির কারণেই বোর্ডটি স্থগিত করতে হয়েছে। তিনি আরও জানান, ড. রশিদুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং নিয়মতান্ত্রিক ভাবে নিয়োগ সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরে ফুটবল মার্কায় ভোট চেয়ে গণসংযোগে ব্যস্ত নার্গিস মাকসুদ

সুন্দর ও বসবাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে চান স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন

নান্দাইলে ‘ঈশা খাঁ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান ও শীতবস্ত্র বিতরণ

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

জুলাই অভ্যুত্থানের পর সাংবাদিকরা মুক্তভাবে সমালোচনা করতে পারছেন

জামায়াত নেতা বললেন, ডাকসু ছিল মাদকের আড্ডা-বেশ্যাখানা

তৃতীয় দফায় তৌহিদ-ইসহাক দারের ফোনালাপ

ইরানে সামরিক হস্তক্ষেপ নয়, ফ্রান্সের স্পষ্ট বার্তা

মাধবপুরে বিবাহের প্রলোভনে শারীরিক সম্পর্কের পর নারী নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জে বেসিনের নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

১০

সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১১

বরগুনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে হামলার চেষ্টা, যুবক আটক

১২

কালীগঞ্জে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

ভোটের দিন ফজর-তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে যাবেন: তারেক রহমান

১৪

‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির

১৫

ধানের শীষে ভোট চেয়ে উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান

১৬

বিএনপিপন্থি সভাপতির ম্যাকানিজমে ইবতে নিয়োগ বোর্ড স্থগিত

১৭

কালীগঞ্জে প্রতিবন্ধী শিশুর মৃতদেহ উদ্ধার

১৮

‎সাংবাদিকের চুরি হওয়া মোবাইল উদ্ধার: প্রশংসায় ভাসছেন এএসপি ইমরুল হাসান

১৯

নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ নয় : ইসি

২০