অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চলতি মাসে এটি তাদের তৃতীয় দফার টেলিফোন আলাপ।
রোববার, ২৫ জানুয়ারি, এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনায় দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তারা।
আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা। দুই পক্ষই মত দেন, বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করা সম্ভব। এ লক্ষ্যে ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার বিষয়ে তারা একমত হন।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য সহযোগিতামূলক খাতে সম্পর্ক বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন দুই নেতা। একই সঙ্গে তারা পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, এর আগে সম্প্রতি বহুপক্ষীয় একটি ফোরামের বৈঠকে সৌদি আরবের জেদ্দায় তৌহিদ হোসেন ও ইসহাক দারের সাক্ষাৎ হয়। ওই বৈঠকেও দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছিল। ধারাবাহিক এই যোগাযোগকে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
মন্তব্য করুন