আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌরসভার দেওপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, সদস্য কাওছার মাহমুদ লাল মিয়া, মোঃ শফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আলম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি একেএম ফজলুল হক মিলন বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আগামী সংসদ নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্র রক্ষায় ও নতুন বাংলাদেশ গড়তে এ নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন