চট্টগ্রাম জেলা, সীতাকুণ্ড উপজেলার ছাত্র প্রতিনিধি মো. আসাদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আজ (৭ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় সীতাকুণ্ড, নামার বাজারে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আসাদকে বেধড়ক মারধর করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদ ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ তার ওপর ক্ষুব্ধ ছিল। ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে।
আহত অবস্থায় মো. আসাদকে সীতাকুণ্ড হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা জানিয়েছেন তার মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে, এবং মাথায় সেলাই করা হয়েছে। বর্তমানে তাকে সীতাকুণ্ড হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় শিক্ষার্থী ও তার সহকর্মীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন