গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট দক্ষিণ বন্দর পালানপাড়া গ্রামের বড় সাহাপাড়ায় অনুষ্ঠিত হলো প্রতি বছরের মত এবারও কার্তিক মাসের ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান সনাতন ধর্মবলম্বীদের ধর্মীয় উৎসব পারলন করেন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সমন্বয়কারী( গাইবান্ধা) ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এনসিপির মনোনীত সংসদ সদস্য(এমপি) পদপ্রার্থী নাজমুল হাসান সোহাগ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন,
“আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে লালন করছি, তা বাস্তবায়নের জন্য এনসিপির বিকল্প নেই। আসুন সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে নতুন করে দেশ গড়ি।”
তিনি আরও বলেন, সমাজে সম্প্রীতি, শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য ধর্মীয় উৎসবগুলোর গুরুত্ব অপরিসীম। এমন আয়োজন মানুষে মানুষে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে।
এ সময় অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছরই পালানপাড়া বড় সাহাপাড়ায় ঐতিহ্যবাহী এই ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, এবছর ১২৮ তম অনুষ্ঠান চলমান রয়েছে। যেখানে হাজারো ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেছে।
মন্তব্য করুন