হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমদানিকারকেরা বিমা থেকে কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না। বিমা কোম্পানির ‘এয়ার রিস্ক অনলি ক্লজ’ অনুযায়ী, বিমান থেকে মালামাল আনলোড হওয়ার পর আর কোনো সুরক্ষা নেই।
বিমা বিশেষজ্ঞদের মতে, ‘এয়ার রিস্ক অনলি’ মূলত বিমানের পরিবহনের সময়কার ঝুঁকি কভার করে। কার্গো ভিলেজে পুড়ে যাওয়া মালামালের জন্য কোনো ক্ষতিপূরণ পাওয়া সম্ভব নয়।
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের আনুমানিক ক্ষতি প্রায় ১২ হাজার কোটি টাকা। তিনি বলেন, সরকারের উচিত ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তা করা।
রংপুরের মেসার্স মহুবর রহমান পার্টিকেল মিলস লিমিটেড ৭ লাখ ৮৩ হাজার টাকার মালামাল চীন থেকে আমদানি করেছিল। টাঙ্গাইলের ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯৪ হাজার টাকার মালামালও সম্পূর্ণ পুড়ে গেছে।
বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান জানান, সেক্টরে এখন পর্যন্ত ৩০০ চালানের কনসাইনমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমা কোম্পানিগুলো গোপন শর্তে দাবি পরিশোধ করছে না।
আইন অনুযায়ী, স্থানীয়ভাবে বিমা বাধ্যতামূলক হলেও অনেক ব্যবসায়ী কম প্রিমিয়ামের কারণে ‘এয়ার রিস্ক অনলি’ বিমা গ্রহণ করেন। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তার জন্য ‘এয়ার অল রিস্ক’ পলিসি নেওয়াই উত্তম।
Leave a Reply