1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

স্থায়ী মন্দির ও ধর্মীয় স্বাধীনতা হরণের প্রতিবাদে, জবিতে বিক্ষোভ

জয়ন্ত রায়, জবিপ্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পঠিত

জগন্নাথ বিশ্ববি,দ্যালয়ে (জবি) ক্যাম্পাসে মন্দির স্থাপনের দাবি বাস্তবায়ন এবং ধর্মীয় স্বাধীনতা হরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এতে একাত্মতা পোষণ করে অংশ নেন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে মন্দির স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি চেয়ে স্মারকলিপি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো রেজাউল করিমের নিকট স্মারক লিপি জমা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগের অধিকার রাখে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আসন্ন কালীপূজা পালন করতে চাইলেও প্রশাসন এখনো অনুমতি দেয়নি, যা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ে কোনো মন্দির বা উপাসনালয় না থাকা ধর্মীয় বৈচিত্র্যের অভাব নির্দেশ করে।

তাই আমাদের দাবি, কালীপূজার অনুমতি দেওয়া হোক এবং সনাতন শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী মন্দির প্রতিষ্ঠা করা হোক। সকল ধর্মের শিক্ষার্থীর মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা সমানভাবে রক্ষা করা প্রয়োজন।

বাগছাসের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য বলেন, ‘কয়েকশত বছর ধরে হচ্ছে পূজা। সেটাকে উত্তর ভারতের সংস্কৃতি কীভাবে বলেন? কিছুদিন পর অন্যান্য ধর্মাবলম্বী তাদের কেউ বাইরে সংস্কৃতির কথা বলবেন! বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন নিজ নিজ ধর্মের পালন করতে পারে সেরা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। তা না হলে, আমরা ধরে নেবো, আপনারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে প্রমোট করতে চান।’

তিনি বলেন, জবিতে মন্দির হবে, ‘কালী পূজা অনুষ্ঠিত করবো। আমি মনে করি প্রতিটি মানুষের ধর্মীয় অধিকার রয়েছে। হিন্দু ভাইদের বলতে চাই, আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ পথ ছাড়বেন না।’

এ সময় শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, ‘আমরা যে দেশে বাস করি এটি একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশের মানুষ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান বিভেদ করে না। সব মানুষ ধর্ম পালনের অধিকার রাখে।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ধর্ম যার যার দেশ সবার। আমরা দেখেছি বিগত ১৭ বছর বিশেষ একটি মহল, একটি গোষ্ঠী এক কেন্দ্রিক রাষ্ট্র চালিয়েছিল। ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্বাধীনতা ছিল না। হাসিনার পতনের জন্য শিক্ষার্থীরা, দেশের সর্বস্তরের মানুষ পথে নেমে এসেছিল।

কিন্তু ৫ আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি এক ফ্যাসিবাদের পতনের পর আর এক ফ্যাসিবাদের আবির্ভাব ঘটছে। জবি শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু-মুসলিম সকল শিক্ষার্থী এক হয়ে আন্দোলন করে। জবিয়ানদের অধিকার আদায়ের জন্য পূর্বের মতো ভবিষ্যতেও হিন্দু মুসলিম সকল শিক্ষার্থী এক হয়ে কাজ করবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র সরস্বতী উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সনাতন শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়ায় ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসে একই দিন কালি পুজা হওয়ায় দুই দিন পিছিয়ে ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় দিবসের সার্বিক প্রস্তুতির সুবিধার্থে প্রশাসন কালীপুজোর অনুমতি দেয়নি।

মন্দির নির্মাণ বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন কোন স্থাপনা হবে বা কোনটা ভাঙতে হবে এটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের এখতিয়ারে নেই। এটা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাট শাখার আওতাধীন। বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে মতামত দিতে পারে। ব্যক্তিগতভাবে আমি শুধু এতটুকু বলতে পারি দ্বিতীয় ক্যাম্পাসে মন্দিরের জন্য সুনির্দিষ্ট স্থান রয়েছে।

ক্যাম্পাসে মন্দির নির্মাণ ও শ্যামাপূজার অনুমতি না দেওয়া প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। তবে পুরোনো ক্যাম্পাসে জায়গার মারাত্মক সংকট রয়েছে। আমরা কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের মাস্টার প্ল্যানে স্থায়ী উপাসনালয়ের স্থান রেখেছি। শ্যামাপূজার ক্ষেত্রেও নিরাপত্তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost