চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, সিইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পুরো ভবন এখন অগ্নিগর্ভ, ধোঁয়ার কুণ্ডলিতে অন্ধকার হয়ে গেছে আশপাশের এলাকা। কেমিক্যাল মজুত থাকায় একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে চারপাশ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার দুই মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, নৌবাহিনীর ৬টি এবং বিমানবাহিনীর একটি ইউনিট। তবে এত চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানার সপ্তমতলায় আগুনের সূত্রপাত হয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে চারতলা পর্যন্ত। আগুনের তীব্রতায় ভবনের কাচ ও দেয়াল ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে সবাই নিরাপদে বেরিয়ে আসায় এখন পর্যন্ত হতাহতের খবর মেলেনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
Leave a Reply