রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রনেতা মোঃ সবুজ মাহমুদ দেখালেন মানবতার এক উজ্জ্বল উদাহরণ। হারানো মানিব্যাগ ফেরত দিয়ে তিনি প্রমাণ করলেন— সততাই আসল নেতৃত্বের পরিচয়।
কলেজের ডিগ্রি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য সবুজ মাহমুদ সম্প্রতি তেজগাঁও কলেজের ৪০৪ নম্বর রুমে একটি মানিব্যাগ পান। এরপর তিনি কলেজের অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করে মালিককে খুঁজে বের করার আহ্বান জানান।
তার সততা ও উদ্যোগে দ্রুতই শনাক্ত হন প্রকৃত মালিক— শিক্ষার্থী মোঃ ফাহাত সিকদার। মানিব্যাগটি ফেরত পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহাত লেখেন— “আপনার মতো মানুষের জন্যই মানবতা আজও বেঁচে আছে।”
ঘটনার পর কলেজজুড়ে প্রশংসার ঝড় ওঠে। শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, এমন ছাত্রনেতারাই সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠেন।
Leave a Reply