আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
রবিবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারিত হচ্ছিল ফেসবুকে, এমন সময় হঠাৎ পেজটি হ্যাক করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তাৎক্ষণিক পদক্ষেপে পেজটি পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন,
“অপরাধীদের নিষ্ঠুরতার তথ্য-প্রমাণ যাতে দুনিয়াবাসী জানতে না পারে, সেই উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তারা চায় না জনগণ বুঝতে পারুক এই বিচার কতটা স্বচ্ছ ও তথ্যনির্ভর।”
তিনি আরও বলেন,
“অপরাধীরা কিংবা তাদের সহযোগীরা যদি ভাবে এইভাবে সত্যকে থামানো যাবে, তবে তারা ভুল করছে। অপরাধ করে কেউ পার পাবে না, অপরাধীকে রক্ষা করারও কোনো সুযোগ বাংলাদেশে নেই।”
এদিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। পরে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন। সবশেষে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে।
আদালত সূত্রে জানা গেছে, কয়েক কার্যদিবসের মধ্যেই যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে যাবে।
Leave a Reply