বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণসহ তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরাতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
হঠাৎ পুলিশের অভিযানে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন—প্রজ্ঞাপন ছাড়া তারা ঘরে ফিরবেন না।
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সারাদেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “দাবি না মানলে মঙ্গলবার থেকে আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করব।”
এদিকে, শিক্ষকদের প্রতিনিধিদল আজ অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সঙ্গে বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষকরা জানান, শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে থাকায় প্রজ্ঞাপন জারি বিলম্বিত হচ্ছে। তারা ২২ অক্টোবর দেশে ফিরবেন—ততদিন আন্দোলন চলবে বলে জানানো হয়েছে।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মহাসমাবেশে সারাদেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন, এতে তোপখানা রোডে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।
অন্যদিকে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
Leave a Reply