সম্প্রতি আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। ১৯ সেপ্টেম্বর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
বিয়ের পর এ মাসের শুরুতে শবনম ফারিয়া ও তার স্বামী শ্রীলঙ্কা ও মালদ্বীপে হানিমুনে যান। শ্রীলঙ্কা থেকে শুরু করে মালদ্বীপ পর্যন্ত বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর মুহূর্ত শেয়ার করেছেন শবনম। মালদ্বীপে সাগরের পাশে ডলফিন ক্রুজে ওঠার সময় তোলা ছবিটিও তিনি ফেসবুকে পোস্ট করেছেন।
শবনম ফারিয়া লিখেছেন, “আমি একেবারেই ঠান্ডা ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি জীবনের প্রতিটি পছন্দ নিয়ে প্রশ্ন তুলছিলাম, যার কারণে আমি সকাল ৬ টায় ডলফিন ক্রুজে ঘুম থেকে উঠেছিলাম। তারপর প্রায় ডজন খানেক ডলফিন দেখলাম এবং তাৎক্ষণিকভাবে সব মাফ করে দিলাম।”
এই মুহূর্তের ছবি ও অভিজ্ঞতা মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে। শবনম ও তার স্বামী হানিমুনে সুখী সময় কাটাচ্ছেন, যা তাদের ফ্যানদের জন্য আনন্দের খবর হয়ে উঠেছে।
Leave a Reply