হবিগঞ্জের মাধবপুরে আলোচনায় এসেছে সাব-রেজিস্ট্রি অফিসের ‘নকল নবিস’ হিসেবে পরিচিত অসীম কুমার নাগ। তার বিরুদ্ধে চুরি, পর্নোগ্রাফি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটিতে অসীম প্রধান এফআইআরভুক্ত আসামি। সহ-আসামি হিসেবে নাম রয়েছে একই অফিসের নকল নবিস আনোয়ারেরও। মামলাটি মাধবপুর থানায় নথিভুক্ত করা হয়েছে এবং তদন্তের দায়িত্বে আছে মনতলা তদন্ত কেন্দ্র।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়— অসীমের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ধারা ৮(১), ৮(২), ৮(৩), ৮(৫)(ক) এবং বাংলাদেশ দণ্ডবিধির ধারা ৩২৩, ৩০৭, ৩৫৪ ও ৩৭৯ অনুসারে অভিযোগ আনা হয়েছে।
মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর (নি.) মাহাবুব মিয়া জানান—
“অসিম কুমার নাগকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় ও বহির্বিভাগীয় সূত্র যাচাই করে অনুসন্ধান চালানো হচ্ছে; তিনি আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”
অভিযোগকারীরা জানিয়েছেন, অসীম দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রির অফিসে বিভিন্ন সাব-রেজিস্ট্রারের নকল স্বাক্ষর ব্যবহার করে দলিল জালিয়াতি, ঘুষ গ্রহণ ও প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছেন।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি অফিসের আড়ালে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা যায় না। দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।”
ভুক্তভোগীদের একটি গ্রুপ ইতোমধ্যে লিখিত অভিযোগসহ প্রমাণপত্র জমা দিয়েছে এবং তারা দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ সংগ্রহের কাজ চলছে।
Leave a Reply