বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেওয়ার পর থেকেই যেন নতুন প্রাণ সঞ্চার করেছেন হামজা চৌধুরী। গেল মার্চে ভারতের বিপক্ষে অভিষেকের পর থেকেই শুধু মাঠে পারফর্ম করছেন না, বরং দলের মনোবলও বাড়িয়ে তুলছেন তিনি। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা, ভুল ধরিয়ে দেওয়া, প্রয়োজন হলে এগিয়ে আসা— সব কিছুতেই হামজার উপস্থিতি স্পষ্ট।
এই কারণেই সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক এবার প্রস্তাব দিলেন— হামজাকেই দেওয়া হোক জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব। জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এই মন্তব্য করেন।
আমিনুল বলেন, “হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে, তাহলে বাংলাদেশ দল আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তার মধ্যে নেতৃত্বের গুণাগুণ আছে, লেস্টার সিটিতেও তিনি অধিনায়কত্ব করেছেন।”
ইংল্যান্ডের মাঠে বড় অভিজ্ঞতা নিয়ে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার এখন বাংলাদেশের হয়ে নিয়মিত খেলছেন। মাত্র ৫ মাসেই তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসা। তাই জামাল ভূঁইয়ার অনুপস্থিতিতে যেভাবে বারবার অধিনায়ক পরিবর্তন করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমিনুল।
তার মতে, অধিনায়কত্বের ধারাবাহিকতা জরুরি। তিনি বলেন, “একেক ম্যাচে একেক জনকে দায়িত্ব দেওয়া ঠিক নয়। এতে দ্বিধা তৈরি হতে পারে। হামজা অধিনায়ক হলে কেউ দ্বিমত করবে না, বরং দলের সবাই উৎসাহিত হবে।”
ফেডারেশন ও টিম ম্যানেজমেন্ট যদি হামজাকে নেতৃত্বের দায়িত্ব দেয়, তাহলে বাংলাদেশের ফুটবলে নতুন ইতিবাচক দিগন্ত খুলে যেতে পারে— এমনটাই বিশ্বাস সাবেক অধিনায়কের।
Leave a Reply