চাঁদাবাজি, দখলদারত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লংমার্চে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাত, পঞ্চগড়ের শেরেবাংলা পার্ক মোড়ে সমাপনী পথসভা চলছে— ঠিক সেই সময় আচমকা চলে যায় বিদ্যুৎ। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ক্ষুব্ধ কণ্ঠে সারজিস আলম বলেন, “একবার নয়, দুইবার নয়—তিনবার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ চলে গেল! নেসকোর যে মালিক, তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। যারা এই কাজ করেছে, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব, দেখি পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে কে আছে।”
তার অভিযোগ, নেসকোর পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হচ্ছে। তিনি বলেন, “আমরা মনে করি তারা রাজনৈতিক দেউলিয়া, চাটুকার ও তোষামোদকারী। পঞ্চগড়ে কোনো প্রতিষ্ঠান যদি পক্ষপাতমূলক আচরণ করে, সেই প্রতিষ্ঠান এখানে থাকতে পারবে না— এটা আমার ঘোষণা।”
এর আগে দুপুরে পঞ্চগড় পৌরসভার সুগার মিল এলাকা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে দুর্নীতিবিরোধী লংমার্চ শুরু হয়। সারজিস আলম নিজে পিকআপ ভ্যানে চড়ে শ্লোগান দিতে দিতে বিভিন্ন ইউনিয়ন অতিক্রম করেন।
লংমার্চটি পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তেঁতুলিয়া হয়ে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে গিয়ে শেষ হয়।
Leave a Reply