গাজীপুরের টঙ্গীতে এনা পরিবহনের বেপরোয়া গতির বাসের ধাক্কায় নাজমুল হোসেন (২২) নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে টঙ্গীর আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন গাজীপুরের পূবাইল মিরেরবাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে টঙ্গীগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং: ঢাকা মেট্রো-ব-১৪-৯০৬৩) দ্রুতগতিতে এসে একটি যাত্রীবাহী অটোকে চাপা দেয়। এতে অটোতে থাকা সাতজন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় অটোচালক মোশারফ হোসেন (২১) এবং নাজমুল হোসেনকে দ্রুত ঢাকা পাঠানো হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান।
টঙ্গী সরকারি হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার জানান, আহত চালক মোশারফকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
আহত মনির হোসেন জানান, “আমি উত্তরার একটি রেস্টুরেন্টে কাজ করি। কাজ শেষে পূবাইল ফেরার পথে এনা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে এসে আমাদের অটোকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ধাওয়া করে বাসটি টঙ্গী থানার গেটসংলগ্ন এনা কাউন্টারে ধরে ফেলে।”
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, টঙ্গী-কালীগঞ্জ সড়কে এনা পরিবহনের বাসগুলো নিয়মিত বেপরোয়া গতিতে চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু ক্ষতিগ্রস্তরা বেশিরভাগ সময় ন্যায়বিচার পান না।
Leave a Reply