সাপ্তাহিক গণউত্তোরন পত্রিকার নির্বাহী সম্পাদক ও গ্লোবাল টিভি’র গাইবান্ধা প্রতিনিধি আতিকুর রহমান আতিক বাবু ( Atik Babu) ফেসবুক আইডি হতে ইউনিয়ন পরিষদের পতাকা স্ট্যান্ডে জাতীয় সংগীত বাজিয়ে জুতা উত্তোলনের একটি ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুক ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মাঝে ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ায় অবশেষে সেই যুবক কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে ।
এ ঘটনাটি ঘটেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সার্বানন্দ ইউনিয়ন পরিষদে। পরিষদের পতাকা স্ট্যান্ডে জাতীয় সংগীত বাজিয়ে জুতা উত্তোলনের ভিডিও ধারণ করার অভিযোগে মারুফ হাসান মিরাজ (১৮) কে অবশেষে আটক করেছে পুলিশ। ১১ অক্টোবর শনিবার রাতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ এলাকা হতে তাকে আটক করা হয়েছে।
আটককৃত মারুফ হাসান মিরাজ (১৮) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রাম ভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে, সে বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেনী’র ছাত্র।
আটকের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, ‘‘আটক মিরাজের ভাষ্য, তিনি পাঁচ থেকে ছয় মাস আগে ভিডিওটি করেছিলেন। তবে, কেন এমন কাজ করেছিলেন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি আটককৃত মিরাজ। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে, এ মামলা তাকে আদালতে প্রেরণ করা প্রস্তুতি চলমান রয়েছে। আটককৃত মিরাজ সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয় বলে জানান ওসি আব্দুল হাকিম আজাদ।
উল্লেখ্য, সম্প্রতি গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পতাকার স্ট্যান্ডে জুতা তোলার ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, জাতীয় সংগীত পরিবেশনের সময় এক তরুণ জাতীয় পতাকার স্ট্যান্ড জাতীয় সংগীত বাজিয়ে জুতা উত্তোলন করছেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন আরো তিন-চারজন তরুণ। যারা এ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগীতা করেছেন তাদেরও দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন সচেতন মানুষ ও নেটিজেনরা।
Leave a Reply