জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পেলেন মো. এহছানুল হক। এর আগে তিনি চুক্তিভিত্তিকভাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এহছানুল হক বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা এবং অতিরিক্ত সচিব থাকা অবস্থায় অবসরে গিয়েছিলেন। পরবর্তীতে গত বছরের ১৭ আগস্ট তাকে দুই বছরের চুক্তিতে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং একদিন পরই সিনিয়র সচিব পদে উন্নীত করা হয়।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন মো. মোখলেস উর রহমান। ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়।
মোখলেস উর রহমানকে সরানোর পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করছিলেন।
এ নিয়োগের মাধ্যমে ২১ দিন পর পূর্ণাঙ্গ সিনিয়র সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, অভিজ্ঞ প্রশাসক হিসেবে এহছানুল হকের যোগদান মন্ত্রণালয়ের কাজে গতি আনবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply