ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রবিবার অনুষ্ঠিত জাতীয়তাবাদী সমমনা জোটের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির নামে নির্বাচন বিলম্বের চেষ্টা হচ্ছে। তার ভাষায়, ‘চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করে না।’
ফখরুল জানান, পিআর পদ্ধতির দাবি সংস্কার কমিশন থেকেই নয়; এটা কয়েকটি রাজনৈতিক দলে স্থানীয় দাবি থেকে এসেছে। ফলে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধিকে বেছে নিতে চায়—পিআর পদ্ধতিকে গ্রহণ করছে না।
তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় সংস্কারের পক্ষে ছিল ও আছে। কিন্তু কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে, দাবি করছে বিএনপি সংস্কার চায় না—এগুলো বিভ্রান্তিকর এবং মিথ্যা।’ ফখরুল পরিষ্কারভাবে বলেন, বিএনপি নিজেই সংস্কারের জনক ও ধারক।
নির্বাচনকে সামনে রেখে আগামীকাল-মালিক কঠিন পরীক্ষা হবে—কথাটি বিবেচনায় রেখে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য দেখে তা বিশ্বাস করার আগে সত্য-মিথ্যা যাচাই করার আহ্বান জানান। তিনি পুনরাবৃত্তি করে বলেন, ‘আমরা চাই ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক। জনগণ এখনই নির্বাচন চায়।’
উপস্থিত গণতন্ত্রপন্থী নেতারা স্মরণসভা শেষে ভোট ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি জানান। ঢাকা থেকে প্রতিবেদনে বিস্তারিত জানাবে সাংবাদিকদল।
Leave a Reply