আফগানিস্তানের অন্তত ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানি সেনাদের তীব্র হামলায় আফগান তালেবান যোদ্ধারা পিছু হটেছে বলেও জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, আফগান বাহিনী প্রথমে আঙ্গুর আড্ডা, বাজৌর, কুররম, দির, চিত্রাল ও বারামচা সীমান্ত পয়েন্টে গুলি চালায়। এরপর পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। তাদের গোলাবর্ষণে দারান মেলা ও তুর্কমানজাই ক্যাম্পসহ একাধিক আফগান পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
কুররম ও জন্দোসার এলাকাতেও আফগান পোস্ট গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনারা। শাহিদান পোস্টে ভারী ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সংঘর্ষে বহু আফগান সেনা ও তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের।
জিও নিউজ আরও জানায়, আঙ্গুর আড্ডায় দখল করা পোস্টে পাকিস্তানি সেনারা পতাকা উত্তোলন করেছে। অভিযানে আর্টিলারি, ট্যাংক, ভারী অস্ত্র ও ড্রোন ব্যবহারের কথাও স্বীকার করেছে তারা।
নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, এই পাল্টা অভিযান কেবল সন্ত্রাসী ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র লক্ষ্য করে পরিচালিত হয়েছে, এটি দুই দেশের জনগণের মধ্যে যুদ্ধ নয়।
ইতিমধ্যে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সীমান্তের বিভিন্ন পোস্টে আগুন জ্বলছে এবং এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসলামাবাদ এই অভিযানে নিজেদের “বড় সামরিক সাফল্য” দাবি করছে।
Leave a Reply