1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

‘সেফ এক্সিট’ পেতে উপদেষ্টাদের দায়িত্ব পালন করতে হবে: আখতার হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১ বার পঠিত

রাজনৈতিক অঙ্গনে ‘সেফ এক্সিট’ নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, তখন এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার দুপুরে রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন,
“যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তর করলেই দায়মুক্তি মিলবে না। জনগণের পক্ষে গণঅভ্যুত্থানে পাওয়া দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের মধ্য দিয়েই উপদেষ্টারা ‘সেফ এক্সিট’ পেতে পারেন।”

তিনি আরও বলেন, “যেসব সেনা, র‌্যাব, পুলিশ বা বিজিবি সদস্য জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

আখতার হোসেন অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদের কার্যকলাপে মনে হচ্ছে তারা শুধু ক্ষমতা হস্তান্তর করেই চলে যেতে চান। কিন্তু জনগণ তাদের যে দায়িত্ব দিয়েছে, তা ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব নয়।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কোনো জোট গঠনের প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপি ইতোমধ্যে নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন করেছে। প্রয়োজন হলে আদর্শিক জায়গা থেকে জাতীয় স্বার্থে আমরা জোটে যেতে প্রস্তুত।”

জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “সরকার জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে। ভবিষ্যতে গণভোটের মাধ্যমে সংসদে ক্ষমতা দিয়ে তা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। তবে সরকার যেন কোনো দলের হয়ে নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে।”

তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনের আগে যদি মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করা না যায়, বিচার ও সংস্কার দৃশ্যমান না হয়, তাহলে নির্বাচনের মহোৎসব সফল হবে না।”

এ সময় তিনি আওয়ামী আমলে গুম, খুন ও আয়নাঘর কাণ্ডে জড়িত সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান।

দিনব্যাপী সফরে আখতার হোসেন রংপুরের ছোট নুরপুর কবরস্থানে প্রয়াত জেলা বিএনপি নেতা আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং বিকালে পীরগাছায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost