1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

শিশুদের ‘নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব

 নিজাম, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পঠিত

 

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার,যা শিশুদের ‘নোবেল’ পুরস্কার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত,এর জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের তরুণ মাদ্রাসাছাত্র মাহবুব আল হাসান (১৭)। পরিবেশ, জলবায়ু সচেতনতা, শিক্ষা ও শিশুস্বাস্থ্য বিষয়ে তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন কিডসরাইটস ফাউন্ডেশন তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়নে অন্তর্ভুক্ত করেছে।

মাহবুব কিশোরগঞ্জ আহমাদু জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে আলিম পাস করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তিনি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার বাসিন্দা এবং আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির ছেলে।

মাত্র চৌদ্দ বছর বয়সে মাহবুব প্রতিষ্ঠা করেন সমাজসেবামূলক সংগঠন ‘The Change Bangladesh’। গত তিন বছরে সংগঠনটি শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি বৃক্ষরোপণ, স্কুলপড়ুয়া শিশুদের মাঝে চারা, খাতা, পেন্সিল ও কলম বিতরণের মতো কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে। বিশেষ করে হাওর অঞ্চলের প্রান্তিক শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসনীয় বলে স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছে।

শুধু তাই নয়, অসুস্থ শিশুদের জরুরি রক্তের চাহিদা পূরণে মাহবুব গড়ে তুলেছেন অনলাইন প্ল্যাটফর্ম ‘ব্লাড খুজি’, যেখানে রক্তদাতা ও রোগীর পরিবারের মধ্যে সংযোগ স্থাপন করা হয় মুহূর্তের মধ্যে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মাহবুব আল হাসান বলেন,“শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার। আমি বিশ্বাস করি,একটি সচেতন প্রজন্মই পৃথিবীকে বদলে দিতে পারে। এই আন্তর্জাতিক মনোনয়ন আমার কাজের প্রতি আরও দায়বদ্ধতা বাড়াবে, আমাকে অনুপ্রাণিত করবে আরও বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে।”

কিশোরগঞ্জের হাওরাঞ্চল থেকে উঠে আসা এই তরুণের এমন আন্তর্জাতিক স্বীকৃতি স্থানীয়ভাবে গর্বের বিষয় হয়ে উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও সহপাঠীদের মুখে এখন একটাই কথা “আমাদের মাহবুব এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost