বরগুনায় প্রস্তাবিত দুটি সাইক্লোন সেল্টারের জন্য স্থান পরিদর্শন করেন উপদেষ্টা ফারকী,- ই- আজম।
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতিগ্রস্ত বরগুনা জেলায় সফর করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, ।
উপদেষ্টা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় এবং হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা হাশেমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত দুটি সাইক্লোন সেল্টারের জন্য স্থান পরিদর্শন করেন।
আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার সময় পায়রা সমুদ্রবন্দর পরিদর্শনকালে তিনি এই প্রস্তাবিত সেল্টার দুটি পরিদর্শন করেন। এ সময় বরগুনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, আমতলী উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply