বরগুনার জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম জুয়েল মৃধা (৪০)। সে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়ীয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ একরাম হোসেন জানান—গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর পাঁচটার দিকে জুয়েল মৃধার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ঝাকি জালে মোড়ানো ছয়টি প্যাকেটে ১১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন লক্ষ হাজার টাকা।
প্রথমে অভিযুক্ত জুয়েল ইয়াবা রাখার বিষয়টি অস্বীকার করেন। পরে তল্লাশিতে ইয়াবা উদ্ধার হয়।
Leave a Reply