গাজা টাস্ক ফোর্সের অংশ হিসেবে যেকোনো মিশন গ্রহণে প্রস্তুতির ঘোষণা দিয়েছে তুরস্কের সশস্ত্র বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় তুরস্ক অতীতের মতো ভবিষ্যতেও আন্তর্জাতিক মিশনে অংশ নিতে প্রস্তুত।
মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বলেন, “শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখায় তুর্কি সেনাবাহিনী দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছে। আমাদের পেশাদারিত্ব ও ন্যায্য অবস্থান বিশ্বব্যাপী সম্মান অর্জন করেছে। তাই গাজা টাস্ক ফোর্সের যেকোনো মিশনে অংশ নিতে আমরা প্রস্তুত।”
তিনি আরও বলেন, তুরস্কের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি সম্পন্ন হওয়া একটি ইতিবাচক সাফল্য। তবে দীর্ঘ দুই বছর ধরে যে মানবিক সংকট চলছে, তা নিরসনে আন্তর্জাতিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানান তিনি।
আকতুর্ক আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথ খুলে দেবে এবং দুই-রাষ্ট্রীয় সমাধানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে।”
শুক্রবার গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার পরপরই তুরস্কের এই বিবৃতি আসে। পাশাপাশি, সিরিয়ার সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে আঙ্কারা জানিয়েছে, সেটিকে তারা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে।
অন্যদিকে, ইউরোফাইটার জেট কেনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, তুরস্কের নিজস্ব ফাইটার জেট ‘কান’ সম্পূর্ণ প্রস্তুত না হওয়া পর্যন্ত বিমানবাহিনীর আধুনিকীকরণ ও বহর বৈচিত্র্যকরণের কাজ অব্যাহত থাকবে।
Leave a Reply