বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। ব্রেইন টিউমারে আক্রান্ত এই জনপ্রিয় অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে গত মাসের শেষ দিকে, তার ছেলে মিরাজ মইন জয়ের মাধ্যমে।
এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শিল্পী থেকে শুরু করে অসংখ্য ভক্ত-অনুরাগী উদ্বেগে দিন কাটাচ্ছেন। তবে চিত্রনায়িকা রোজিনা জানান, তিনি কাঞ্চনের অসুস্থতার খবরটি জুলাই মাসেই জানতে পেরেছিলেন।
রোজিনা বলেন, “আমি তখন লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। পরে কানাডা চলে যাই, সেখান থেকেও নিয়মিত তার পরিবারের খোঁজ রাখতাম।”
এরপর সেপ্টেম্বরে লন্ডনে কাঞ্চনের সঙ্গে দেখা করেন রোজিনা। তিনি জানান, “তখন কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করি, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে খুবই দৃঢ় ছিল তিনি। দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, ধীরে ধীরে কথা বলছিলেন, মাঝে মাঝে কিছু ভুলে যাচ্ছিলেন, তবু মনে হয়েছে, তিনি লড়ছেন সাহসের সঙ্গে।”
রোজিনা আরও বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু একজন সফল অভিনেতা নন, তিনি একজন মানবিক মানুষ। কাজের প্রতি তার অগাধ ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজও দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন।”
বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং এখন তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।
Leave a Reply