ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “এনসিপি শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না এবং শাপলা ছাড়া আমাদের নিবন্ধন হবে না। আমরা শাপলার অবস্থানেই রয়েছি।”
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের দীর্ঘ আলোচনার পরও শাপলা প্রতীকের বিষয়ে কোনো সুরাহা হয়নি।
পাটওয়ারী জানান, নির্বাচন কমিশন এই মুহূর্তে প্রতীক না দেওয়ার বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। “আমরা মনে করি, প্রতীকের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক বা আইনি ষড়যন্ত্র থাকতে পারে। এই মাসের মধ্যেই বিষয়টি জাতির সামনে স্পষ্ট হবে। তবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান চাই,” তিনি বলেন।
তিনি আরও বলেন, “এই প্রতিষ্ঠান যদি নিয়মমাফিক না চলে, নথি হারিয়ে যায় বা চুরি হয়, তাহলে তা রোধ করা আমাদের দায়িত্ব। প্রয়োজনে মৃত্যু পর্যন্ত বরণ করতে প্রস্তুত আমরা।”
এনসিপি প্রতিনিধি দল বৈঠকে আরও প্রস্তাব দিয়েছেন, ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ হয়েছে, তাদের ভোটার তালিকায় যুক্ত করার বিষয়েও। উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
Leave a Reply