1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

টাকার সংসার এ সুরাইয়া নীল: টাকায় নয়, ভালোবাসায় টিকে থাকে সংসার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় নির্মাতা হৃদয় জাহান পরিচালিত নতুন নাটক ‘টাকার সংসার’-এ অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী সুরাইয়া নীল। বাস্তব জীবনের অনুপ্রেরণায় নির্মিত এই নাটকটি ইতোমধ্যেই দর্শক মহলে আলোচনার জন্ম দিয়েছে। নাটকটিতে নীলের চরিত্রটি যেমন আবেগঘন, তেমনি জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি।

নাটকে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে সুরাইয়া নীল বলেন,এই নাটকে কাজ করে নতুন কিছু শিখতে পেরেছি। নতুন একটা চরিত্রে নিজেকে প্লে করতে পেরেছি। এই অভিজ্ঞতাগুলো আমার বাস্তব জীবনেও অনেক কাজে লাগবে।

গল্প সম্পর্কে তিনি জানান,এই নাটকটা বাস্তব জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে। এখনকার সমাজে এমন ঘটনা প্রায়ই ঘটে। একটা মেয়ের বিয়ের পর স্বামীই তার সবচেয়ে আপন মানুষ হয়, কিন্তু সেই স্বামী যখন দূরে সরে যায়, তখন অনেক কাছের মানুষও পর হয়ে যায়।

33c91597-964c-48f8-9762-2efbd04876f2

সবচেয়ে চ্যালেঞ্জিং দৃশ্যের কথা বলতে গিয়ে নীল বলেন,যখন আমি ডিভোর্স পেপারে সই করছিলাম, সেটি আমার জন্য ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত। দৃশ্যটি করতে গিয়ে ভেতরটা কেঁপে উঠেছিল।

শুটিংয়ের পরিবেশ নিয়ে সুরাইয়া জানান,এই টিমের প্রত্যেকজন একে অপরকে সাপোর্ট দিয়ে কাজটি শেষ করেছি। আমরা যখন শুটিং করছিলাম, মনে হচ্ছিল না যে আমরা কাজ করছি — বরং মনে হচ্ছিল, আমরা সবাই মিলে যেন কোনো পিকনিকে এসেছি।

নাটকের মূল বার্তা প্রসঙ্গে তিনি বলেন,টাকা দিয়ে কখনো সংসার হয় না, সংসার চালাতে টাকার প্রয়োজন হয়। কিন্তু ভালোবাসা, ধৈর্য আর আস্থা ছাড়া কোনো সংসার টিকে থাকতে পারে না।

দর্শকদের জন্য তিনি যোগ করেন,এই নাটক শেখায় — টাকার লোভ করা উচিত না, অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়াও ঠিক নয়। নিজের ওপর বিশ্বাস, ধৈর্য আর ভালোবাসা থাকলে সংসার সুখের হয়।

সমাজ বাস্তবতার প্রতিফলন নিয়েও নীলের মত,এই গল্পটি সমাজের টাকার লোভ, মানসিক কষ্ট ও কুপরামর্শের বাস্তব দিকগুলোকে তুলে ধরেছে।

a11883dc-b320-4d8e-94b0-38e6e48f9362

পরিচালক হৃদয় জাহান সম্পর্কে তিনি বলেন,তার সঙ্গে আগেও কাজ করেছি। তিনি কাজের সময় খুব সিরিয়াস থাকেন এবং সবকিছু সুন্দরভাবে ডিরেকশন দেন। আমি ভবিষ্যতে তার সঙ্গে আরও কাজ করতে চাই। তার গল্পগুলো সবসময় ব্যতিক্রমধর্মী, যা থেকে শেখার মতো কিছু পাওয়া যায়।

সহশিল্পীদের প্রসঙ্গে নীল বলেন,সীমান্তর সঙ্গে এটি আমার প্রথম কাজ হলেও মনে হয়নি প্রথমবার করছি। সে খুব হেল্পফুল একজন আর্টিস্ট। তানভীর রিজভী ভাইসহ সবাই খুব মিশুক ও দায়িত্ববান ছিলেন।

f6c9d958-1cc9-4592-be77-38d4dcb14abc

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুরাইয়া নীল বলেন,আমি চাই নতুন নতুন চরিত্রে নিজেকে দেখতে। বিশেষ করে বাস্তব জীবনের গল্প ও সতর্ক বার্তা বহন করে এমন কাজে যুক্ত থাকতে চাই। এখন মিডিয়ার মানুষগুলোই আমার পরিবারের মতো।

শেষে দর্শকদের উদ্দেশ্যে তার বার্তা—যারা ‘টাকার সংসার’ এখনো দেখেননি, তারা একবার দেখবেন। এই নাটক এক নারীর সংগ্রামের গল্প, যেখানে দেখা যাবে— ডিভোর্সের পর সমাজের সঙ্গে কিভাবে লড়াই করে সে টিকে থাকে, আর প্রমাণ করে যে টাকাই সুখ কিনতে পারে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost