আজ সকাল ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বিশ্বরোড এলাকায় এক ব্যক্তির ট্রেনে কাটা পড়ার ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, লোকটি রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
খিলক্ষেত মেরিডিয়ান থেকে শুরু করে কুড়িল বিশ্বরোড পর্যন্ত এলাকায় সম্প্রতি ট্রেন দুর্ঘটনার খবর দিন দিন বাড়ছে। স্থানীয়রা অভিযোগ করছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং ট্রেন লাইনের পাশে সতর্কতামূলক সাইন বোর্ডের অভাবে প্রতিনিয়তই এই ধরনের দুর্ঘটনা ঘটছে।
এ ঘটনায় রেললাইন পারাপারের সময় মানুষকে আরও সতর্ক থাকার জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে ভবিষ্যতেও এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।
Leave a Reply