তেজগাঁও কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও সকলের প্রিয় মুখ তানজিনা তাবাসসুম আজ সকাল আনুমানিক ৯টায় ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে মৃত্যুবরণ করেছেন।
সহপাঠীরা জানিয়েছেন, সদা হাসিখুশি ও মেধাবী তানজিনা কলেজের সকলের প্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে তেজগাঁও কলেজে নেমে এসেছে শোকের ছায়া। ক্লাসরুম, করিডোর ও ক্যান্টিনে এখন শূন্যতা বিরাজ করছে।
একজন সহপাঠী বলেন, “গতকালও যে মেয়ে সবাইকে হাসি দিয়ে আনন্দ দিত, আজ সে নেই। একটিমাত্র ভুল চিকিৎসা আমাদের প্রিয় বন্ধুর প্রাণ কেড়ে নিল। আমরা তার পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং দোষী চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করছি।”
সহপাঠী ও বন্ধুবান্ধবরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছে, ন্যায্য বিচার না হলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে।
চিকিৎসকদের অবহেলাজনিত এই মৃত্যু মেনে নেওয়া যায় না বলে অভিযোগ করেছেন সহপাঠীরা। তাদের দাবি, ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের কঠোর শাস্তি প্রদান করা উচিত।
তানজিনার পরিবারও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের শাস্তি দাবি করেছেন। কলেজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন এবং সহপাঠীদের সমবেদনা জানিয়েছেন।
তানজিনার হাসি, সরলতা এবং ভালোবাসা চিরদিন তার সহপাঠীদের মনে বেঁচে থাকবে।
Leave a Reply