1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

তারেক রহমানের ঘোষণা: “জাতীয় সবুজ মিশন” চালু করবে বিএনপি

তৌহিদ ইসলাম, ঢাকা
  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পঠিত

আজ বিশ্ব হ্যাবিট্যাট দিবসে বিএনপির মহাসচিব তারেক রহমান ঘোষণা করেছেন দেশের পরিবেশ রক্ষা ও পরিকল্পিত নগরায়নের জন্য নতুন উদ্যোগ: জাতীয় সবুজ মিশন।

তারেক রহমান বলেন, “একটি বাড়ি মৌলিক মানবাধিকার। আমরা সবাই এমন একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সুরক্ষিত বাসস্থানের অধিকারী। আমাদের গ্রাম, শহর, নদী, বন—সবই এক জীবিকাশীল পরিবেশ এবং একসাথে আমাদের ভবিষ্যত গড়ে তোলে।”

তিনি আরও বলেন, “ভাঙা পরিবেশে আমরা শক্তিশালী বাড়ি গড়তে পারি না, এবং টেকসই উন্নয়ন ছাড়া সমৃদ্ধ জাতি গড়া সম্ভব নয়। আজকের অগণিত শহরায়ণ সমস্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দৃঢ় এবং তাৎক্ষণিক পদক্ষেপ অপরিহার্য।”

বিশেষ করে তিনি বিএনপির ৩১-দফা কর্মসূচির দুইটি মূল প্রতিশ্রুতির উপর গুরুত্বারোপ করেন:

দফা ২৯: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা

দফা ৩১: পরিকল্পিত, সমতুল্য নগরায়ন ও বিকেন্দ্রীকরণ

তারেক রহমান জানিয়েছেন, “ঢাকা-কেন্দ্রিক উন্নয়ন শেষ করে আমরা আধুনিক ও সুপরিকল্পিত শহর গড়ব, যাতে দেশের প্রতিটি অঞ্চল এগিয়ে যায় এবং প্রতিটি নাগরিক সুবিধা পায়।”

তিনি আরও ঘোষণা করেছেন, জাতীয় সবুজ মিশনের আওতায়:

২৫ কোটি গাছ রোপণ

নদী পুনরুদ্ধার

বর্জ্যকে সম্পদে রূপান্তর

আধুনিক কৃষি উন্নয়ন

নবায়নযোগ্য জ্বালানি ও নীল অর্থনীতিতে বিনিয়োগ
যাতে দেশের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থান ও সুযোগ সৃষ্টি হয়।

তারেক রহমানের প্রতিশ্রুতি, “বিএনপি সরকার আমাদের পরিবেশ সুরক্ষা করবে এবং ভবিষ্যৎ সংরক্ষণ করবে। আসুন, একসাথে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ি।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost