রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই বাস থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে আগুন বড় ধরনের বিপর্যয়ে রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীদের অনেকে দাবি করছেন, দুর্বৃত্তদের হাতে এ আগুন লাগানো হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সৌভাগ্যজনকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বাসটির সামনের অংশ পুড়ে গেছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এমন ঘটনা রাজধানীতে জননিরাপত্তা ও গণপরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
Leave a Reply