1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

গাজীপুরে চুরি-ছিনতাই বেড়েই চলছে: সাংবাদিক মোহসিন মোল্লার মোটরসাইকেল চুরি

‎জুয়েল হোসেন, মাল্টিমিডিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

গাজীপুর মহানগরে দিন দিন বেড়ে চলেছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। গত ২৮ শে সেপ্টেম্বর চান্দনা চৌরাস্তা   এলাকায় এক সাংবাদিকের মোটরসাইকেল  ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু এ পর্যন্ত পুলিশ এখনো কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ উঠেছে।

‎ ঘটনাটি ঘটে গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং ভোরে। সফিপুর পূর্বপাড়া গ্রামের মো. মহসিন মোল্লা (৫০) নামের এক ব্যক্তি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে চান্দনা জয়দেবপুরগামী সড়কের ফ্লাইওভারের মাথায় পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে।

‎ধারালো অস্ত্রের মুখে ফেলে তারা মহসিন মোল্লাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার মালিকানাধীন ইয়ামাহা এফ-জেড ভি-৩ মডেলের মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ২০-৭৭৫৭), নগদ ৩১ হাজার টাকা, একটি স্যামসাং এফ-২৩ মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।

‎ভুক্তভোগী মহসিন মোল্লা বাসন থানায় এজাহার দায়ের করলেও পুলিশ এখনো আসামিদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি।

‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ বলেন,
‎“চুরি, ছিনতাই, রাহাজানি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সরকার পরিবর্তনের পর অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost