বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, গত ৫ আগস্টের পর ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দলের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় যারা মিথ্যা প্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কার্যকরভাবে পাল্টা বিবৃতি দেওয়া দরকার।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২ থেকে ৯ নম্বর ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “একটি ছায়া শক্তি ‘সৎ মানুষের শাসন’ বলেই সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। অনেক মানুষ ধীরে ধীরে তা বিশ্বাস করতে শুরু করেছে।”
তুনি আরও বলেন, “আমাদের নেতাকর্মীদের উচিত এই মিথ্যাচারের বিরুদ্ধে যুক্তিযুক্ত ও যথোপযুক্ত জবাব দেওয়া — অহেতুক উত্তেজনা বা কাঁদাচ্ছিলি নয়, যুক্তিসম্পন্ন প্রচার।”
সভায় উপস্থিত বিএনপি নেতারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূইয়ার।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য প্রদান করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক- সাইদুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক – মুন্সি জাহেদ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক- আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
Leave a Reply