ছাতক পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমেদ মিলন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে তিনি মহামায়া যুব সংঘ মণ্ডপ থেকে পূজা পরিদর্শন শুরু করেন।
তিনি মহামায়া সংঘ রেল কলোনি, শিব মন্দির, কালীবাড়ি, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, মণ্ডলীভোগের শ্রী শ্রী চৈতন্য সংঘ, ত্রিনয়নী, তাতিকোনা ও রাখালতলা পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপে উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, ফজলুল করিম বকুলসহ ছাতক উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শারদীয় দুর্গাপূজাকে সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং সকল ধর্মাবলম্বীদের মাঝে শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply