দীর্ঘ পাঁচ ঘণ্টা পার হলেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের যান চলাচল। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও যানবাহন চালকরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিশু ও অসুস্থ রোগীরা।
যানজটে আটকে থাকা যাত্রীরা জানিয়েছেন, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে লেগেছে ঘণ্টার পর ঘণ্টা। রহমান আলী নামের এক যাত্রী বলেন, দুই ঘণ্টায় তিনি সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত পৌঁছেছেন, অথচ তার গন্তব্য কুমিল্লা। আরেক যাত্রী ইয়াছিন আরাফাত জানান, ঢাকা থেকে মোগরাপাড়া যেতে তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের দড়িকান্দি এলাকায় একটি বড় গাড়ি বিকল হয়ে পড়ায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ব্যাপক যানজট তৈরি হয়। এর পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দ্বিগুণ গাড়ির চাপ ও সকালের বৃষ্টি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন ও কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, বিকল গাড়ি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে অতিরিক্ত গাড়ির চাপে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি।
Leave a Reply