1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মইনুল ইসলাম : মইনুল ইসলাম
  3. admin@nondito.tv : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

দিনের ভোট হবে, রাতের ভোট নয়: ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবারের জাতীয় নির্বাচন হবে দিনের বেলা— আর কোনোভাবেই রাতের ভোট হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর যে সুযোগ এসেছে, তা হাতছাড়া করা যাবে না।

বুধবার (১ অক্টোবর) সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আড়াই শত বছরের ইতিহাসে আলিয়া মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষা নয়, সমাজ ও রাষ্ট্র গঠনে অসামান্য অবদান রেখেছে। কিন্তু আজকাল অতি আধুনিক শিক্ষার নামে কুরআন-হাদিস ও আরবি শিক্ষাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যা উদ্বেগজনক।

এসময় তিনি জানান, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ তৈরি হচ্ছে।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, তিনি কখনোই ছাত্ররাজনীতি পছন্দ করেন না। কারণ পার্শ্ববর্তী দেশ কিংবা ইউরোপে ছাত্ররাজনীতি নেই। বরং রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে ছাত্র নেতাদের ব্যবহার করছেন, যা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost