নওগাঁ সদর উপজেলার জামায়াতের আমির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী মাওলানা মোনায়েমকে বহিষ্কার করেছে দলটি। অভিযোগ উঠেছিল, তিনি এনায়েতপুর দাখিল মাদরাসার কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানি করেছেন।
রবিবার রাতে নওগাঁ জেলা জামায়াতের এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব জানান, কমিটির প্রতিবেদনে মোনায়েমের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থিতা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, তদন্তে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোন্দল ও রাজনীতির বিষয়ও উঠে এসেছে। তবে সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এখতিয়ার। এখন থেকে জামায়াতের সঙ্গে মোনায়েম হোসাইনের কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তিনি।
Leave a Reply