1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মোঃ দেলোয়ার হোসেন : মোঃ দেলোয়ার হোসেন
  3. admin@nondito.tv : admin :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহারসহ ৭ পুলিশ বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ বার পঠিত

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শেষে দায়িত্বে অবহেলার কারণে ৭ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বরখাস্তকৃতদের মধ্যে বাড্ডা থানার এসআই মোবাশ্বিরসহ একজন এএসআই ও পাঁচজন কনস্টেবল রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মন্দিরের ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘুমিয়ে থাকা চারজন ফোর্স ও তিনজন আনসারের পাশ থেকে চারটি ব্যাগ, দুইটি মানিব্যাগ এবং তিনটি মোবাইল চুরি হয়। ব্যাগগুলোর মধ্যে একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড শর্টগানের গুলি।

পরবর্তী সময়ে সকাল পৌনে ১০টায় পুলিশ চুরি হওয়া ব্যাগগুলো মন্দির সংলগ্ন একটি পতিত জমির কাছ থেকে উদ্ধার করে। গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এই ধরনের অব্যবস্থাপনা মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় গুরুতর চিহ্ন এবং বরখাস্তকৃতদের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost