1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মোঃ দেলোয়ার হোসেন : মোঃ দেলোয়ার হোসেন
  3. admin@nondito.tv : admin :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

নিরাপত্তার চাদরে ডাকা হবিগঞ্জের সীমান্তের পূজা মন্ডপ গুলো

জাহাঙ্গীর আলম জয়, মাধবপুর 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় চা-বাগান পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় জনসচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান, র‍্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহআলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, মাধবপুর থানার অফিসার ইনচার্জ সহিদুল্ল্যা, বিজিবি-৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাবিবুর রহমান, মাধবপুর প্রেস প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি সহ অনেকে।

পরিদর্শনকালে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব। বছরব্যাপী বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি পুলিশ, আনসার, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবির পক্ষথেকে নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি থাকবে না। বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার। এসময় তিনি পূজা উদযাপন কমিটির হাতে শারদীয় শুভেচ্ছা উপহার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost