পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মঙ্গলবার জানান, দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪–এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। ভূমি-উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা ৭৫০ কিলোমিটার এবং এটি আধুনিক অ্যাভিওনিক্স ও নেভিগেশন প্রযুক্তিতে সজ্জিত। আইএসপিআর বলেছে, ফাতাহ-৪ শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে উচ্চ নির্ভুলতায় লক্ষ্যভেদে সক্ষম।
পরীক্ষায় পাকিস্তান সেনা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের বিজ্ঞানী–প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সূত্রটি জানায়, ফাতাহ-৪ রকেট ফোর্স কমান্ডের অধীনে কাজ করবে এবং দেশের প্রচলিত ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আরও বিস্তৃত ক্ষমতা ও টেকসইতা দেবে। পরীক্ষার সাফল্যের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানসহ উচ্চকর্তারা সংশ্লিষ্ট সৈন্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, এ বছরের মে মাসে ফাতাহ সিরিজের আরেকটি ক্ষেপণাস্ত্র—যার পাল্লা প্রায় ১২০ কিমি—ও সফলভাবে পরীক্ষা করা হয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান-ভারতের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি আন্তর্জাতিকভাবে নজরকাড়া করেছে।
Leave a Reply