সম্প্রতি আলেমদের নিয়ে দেওয়া মাওলানা তারেক মনোয়ারের বক্তব্যের কোনো দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেবে না বলে জানিয়েছে দলটি। একজনের ব্যক্তিগত বক্তব্যের দায় জামায়াতের ওপর চাপানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেছে তারা।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে জানানো হয়, কয়েক দিন আগে সিরাতুন্নবী (সা.) মাহফিলে আয়োজিত এক আলোচনায় আলেমদের নিয়ে বক্তব্য দেন মাওলানা তারেক মনোয়ার। তবে ওই বক্তব্য ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং এর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তিনি ইতোমধ্যে এ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তবুও সেটির দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আলেমরা মুসলিম উম্মাহর রাহবার হিসেবে যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়ে আসছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো অবস্থান জামায়াত কখনো গ্রহণ করেনি। তাই এই ইস্যুতে জামায়াতকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।
Leave a Reply