গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাসরিন আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ও এএসআই গোলাম সারোয়ারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুদাব এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নারী পুলিশের সহায়তায় কুদাব গ্রামের বাসিন্দা রাশেদুল আলমের স্ত্রী নাসরিন আক্তারকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় আসামীর হেফাজতে থাকা ওয়ারড্রপের ড্রয়ার থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত নাসরিন আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply