ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক মিসাইল নিক্ষেপ করা হয়। এতে একটি ট্যাংক ধ্বংস হয় এবং একটি বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে, আহত সৈন্যদের উদ্ধার করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর আরও বিস্ফোরণ ঘটে।
হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় সমন্বিত হামলা চালানো হয়েছে। আহতদের হেলিকপ্টারে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ঘটনায় গাজার উত্তপ্ত পরিস্থিতি আরও বাড়তে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন। সংঘর্ষের পরে উভয় পক্ষই তাদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।
Leave a Reply