গত বছরের ২৪ জুলাইয়ের ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কথোপকথনের দাবি করা এক কলরেকর্ডে নতুন বিতর্কের জন্ম নিয়েছে। ওই ফাঁস হওয়া আলাপনির মন্তব্যে, জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপানো এবং সাংবাদিকদের ‘হাদিয়া’ দিয়ে ম্যানেজ করার নির্দেশের কথা বলা হচ্ছে বলে শুনা যায়।
কলরেকর্ড অনুযায়ী, নসরুল হামিদ বিপু জ্বালানি বিল সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বলছিলেন—“একদিনে কাভার করে ফেলছি ২৪ লাখ।” এরপর লেখচিত্র দেখানো ও সংবাদ প্রচারের প্রসঙ্গে কথা বলার সময় শেখ হাসিনা বলে বলেন, “আমি যা বলি শুনো, থোরাসা হাদিয়া দে দো।” বিপু জবাবে ওই নির্দেশ মেনে নেওয়ার ইঙ্গিত দেন এবং বলেন, “ওইটা আমি মাথায় রাখছি।”
কলরেকর্ডের বাকি কথোপকথনে বিপু যুক্তরেরূপে উল্লেখ করেন যে, বিএনপি–জামায়াতকে ‘সন্ত্রাসী’ হিসেবে প্রচার করে বিষয়টি বাস্তবায়ন করা হচ্ছে; সরাসরি উদ্ধৃতি বলে—“আমি বিএনপি-জামায়াত সন্ত্রাসী কথা…।” প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ওই আলাপচারিতায় বিদ্যুৎ সংক্রান্ত হুমকিও দেন—“কাটলে বলবা তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব।”
Leave a Reply