ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর দেশটি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। ২০১৫ সালের পর শিথিল হওয়া জাতিসংঘের অস্ত্র, বাণিজ্য ও আর্থিক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হওয়ার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।
রোববার মন্ত্রিসভার বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক ও বিস্তৃত সম্পর্ক বজায় রাখার পথে অটল। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের পথ দৃঢ়তা, জনগণের শক্তি এবং মর্যাদাপূর্ণভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া।”
প্রেসিডেন্ট স্মরণ করান, অতীতে আমেরিকা ইরানের রপ্তানি ব্যাহত করতে ব্যর্থ হয়েছে। ইরান তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেবে, দেশীয় বিশেষজ্ঞ ও জনগণের ঐক্যের ওপর নির্ভর করবে।
পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি আরও জানান, ইরান ন্যায়সংগত ও স্বচ্ছ আলোচনায় সবসময় প্রস্তুত, তবে এমন কোনো আলোচনায় যাবে না যা দেশকে নতুন সমস্যার মুখে ফেলতে পারে।
Leave a Reply