দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে তাইওয়ান। এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ১২৪ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার স্থানীয় সময় সকাল থেকে দ্বীপজুড়ে প্রবল ঝড়ো হাওয়া আর টানা ভারী বর্ষণে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তাইওয়ানের পাশাপাশি হংকংয়েও দিনভর প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। তবে হংকং থেকে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাগাসা প্রথম আঘাত হানে সোমবার বিকেল তিনটার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপে। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর মঙ্গলবার রাতে টাইফুনটি প্রবেশ করে তাইওয়ানের উপকূলে।
তাইওয়ানের জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী তৎপরতা চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ চীন সাগরের শক্তিশালী নিম্নচাপ থেকে সৃষ্ট রাগাসা এতটাই শক্তিশালী ছিল যে, একে ‘সুপার টাইফুন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
Leave a Reply