রাজধানীর সরকারি বাঙলা কলেজে গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যাথ এসোসিয়েশন অব বাঙলা কলেজ’ (এমএবিসি) – এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন উক্ত বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক হয়েছেন ১৮তম ব্যাচের মো.শামীম মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী রেজবী হাসান রাতুল।
গতকাল ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, শিক্ষক উপদেষ্টা গণিত বিভাগের বিভাগীয় প্রধান নাহিদা পারভীন ও প্রভাষক প্রসেনজিৎ গাইন, সদ্য সাবেক সভাপতি অনিমেষ ঢালী, সম্পাদক সাইফুদ্দিন হিমেল এবং ছাত্র উপদেষ্টা জাহিদুল ইসলাম, বায়েজিদ বোস্তামী, মো. ইকরামুজ্জামান খান ও মোত্তালেব হোসেন বাঁধনের স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৭ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন জাহান্দার হেসাইন জোহান, শান্ত আহমেদ নীল, এস এম আইনুন নিশাদ ও ইমরান হাফিজ শোভন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো.তোফাজ্জেল হোসেন তুষার, মো.মামুন হোসেন ও মো.নয়ন মিয়া। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক চন্দ্রিমা সিকদার ও মোহাম্মাদ বোরহান এবং বাকিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
সভাপতি মো.রোকনুজ্জামান বলেন, আমাদের লক্ষ্য শুধু আনুষ্ঠানিক কমিটি গঠন নয়, বরং গণিত বিভাগকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করে তোলা। একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের জন্য গবেষণামূলক সেমিনার, কর্মশালা এবং ম্যাথ অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা করছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বইয়ের ভেতর সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনের গণিতচর্চায়ও উৎসাহিত হবে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে কাজ করব।
সাধারণ সম্পাদক মো.শামীম মিয়া বলেন, এই দায়িত্ব আমার কাছে একটি আস্থা ও দায়িত্বশীলতার প্রতীক। আমি চাই কমিটির প্রতিটি সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করুক। আমাদের প্রধান লক্ষ্য হবে বিভাগের প্রতিটি শিক্ষার্থীর সমস্যা শোনা ও তা সমাধানে এগিয়ে আসা। পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিয়ে আমরা গণিত বিভাগের সুনাম আরও ছড়িয়ে দিতে চাই।
সাংগাঠনিক সম্পাদক রেজবী হাসান রাতুল বলেন, অ্যাসোসিয়েশনের সাফল্য কেবল অনুষ্ঠান আয়োজনেই নয়, বরং শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সংগঠনশীলতা ও দলগতভাবে সমস্যা সমাধানের দক্ষতা অর্জনে। আমরা সেই লক্ষ্যে সব সময় কাজ করে যাব।
সহ-সাংগাঠনিক সম্পাদক চন্দ্রিমা সিকদার জানান, এমএবিসি পারস্পরিক সহযোগিতা ও প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম। যা বিভাগে সবার জন্য একটি প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে। শিক্ষার্থীরা যেন খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং একাডেমিক চ্যালেঞ্জে অংশ নিয়ে নিজের প্রতিভা উন্মোচন করতে পারে। বিশেষ করে মেয়েদের সকলের অংশগ্রহণ এবং নতুন শিক্ষার্থীরা যেন সহজেই সংগঠনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে সেই প্রচেষ্টা আমার প্রধান লক্ষ্য।
বিভাগীয় প্রধান নাহিদা পারভীন বলেন, গণিত বিভাগ সবসময়ই মেধা ও মননশীলতার বিকাশে কাজ করে যাচ্ছে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা আরও বেশি উদ্যমী হবে বলে আমি বিশ্বাস করি। পাঠ্যসূচির বাইরে নতুন চিন্তাধারা, গবেষণাসহ বিশেষ করে একাডেমিক কার্যক্রমের বাইরে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের সর্বাঙ্গীণ উন্নয়নে অবদান রাখবে।
প্রভষক প্রসেনজিৎ গাইন বলেন, ম্যাথ এসোসিয়েশন অব বাঙলা কলেজ আমাদের বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি ঐক্যের প্ল্যাটফর্ম। নতুন কার্যনির্বাহী কমিটি সৃজনশীলতা, নেতৃত্ব এবং একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শিক্ষকবৃন্দ সবসময়ই তাদের পাশে আছি এবং তাদের পরিকল্পিত উদ্যোগগুলো বাস্তবায়নে সহযোগিতা করবো।
শিক্ষক-শিক্ষার্থী সবার সহযোগিতায় নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরে গণিত বিভাগকে আরও শিক্ষার্থীবান্ধব, সুসংগঠিত ও প্রাণবন্ত বিভাগে পরিণত করবে-এমন প্রত্যাশা সবার।
Leave a Reply