1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. mdaloar1986@gmail.com : মোঃ দেলোয়ার হোসেন : মোঃ দেলোয়ার হোসেন
  3. admin@nondito.tv : admin :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জে আশরাফ আলী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

রাকিবুল ইসলাম রাকিব, জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পঠিত

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: ইকবাল হোসেন এই রায় প্রদান করেন।

এই হত্যা মামলায় আরও দুজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলো, সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাদপাল গ্রামের মৃত জোসেফ উদ্দিনের ছেলে মো: আব্দুল আলিম ও আবু বক্কার এবং আ: খালেকের ছেলে মো: মোজাম আলী ও আব্দুর রউফ। দুইবছর সাজাপ্রাপ্তরা হলো, আব্দুল্লাহ ও মোস্তাফিজ হোসেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শাকিল হায়দার রফিক সরকার এই তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারসূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও গ্রামের রাস্তা নির্মানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ২০১৪ সালের ৮ই সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাদপাল গ্রামের মো: আশরাফ আলীকে বাড়ির পাশের রাস্তায় দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। এসময় আশরাফের স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬’ই সেপ্টেম্বর আশরাফ আলী মারা যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ তদন্ত, স্বাক্ষ্য ও শুনানি শেষে আজ বুধবার বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9605546039425134″
crossorigin=”anonymous”></script>

All rights reserved © 2019
Design By Raytahost